স্মিথকে ফেরালেন তাইজুল

স্মিথকে ফেরালেন তাইজুল

শেয়ার করুন

CHITTAGONG, BANGLADESH - SEPTEMBER 05:  Steve Smith of Australia is bowled by Taijul Islam of Bangladesh aduring day two of the Second Test match between Bangladesh and Australia at Zahur Ahmed Chowdhury Stadium on September 5, 2017 in Chittagong, Bangladesh.  (Photo by Robert Cianflone/Getty Images)

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিরিজের শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। চা বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ দুই উইকেটে ১১১ রান।

ম্যাট রেনশোকে সাথে অজিদের ইনিংসের সূচনা করেন ডেভিড ওয়ার্নার। তবে, রেনশোকে বেশিক্ষন ক্রিজে থাকতে দেননি পেসার মোস্তাফিজুর রহামান। ব্যক্তিগত ৪ রানেই তাকে ফেরত পাঠান ঢাকা টেস্টে কোন উইকেট না পাওয়া মোস্তাফিজ। অবশ্য তিন নম্বরে নামা অধিনায়ক স্মিথকে সাথে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ডেভিড ওয়ার্নার। দুজনে মিলে স্বাচ্ছন্দে খেলতে থাকেন বাংলাদেশের বোলারদের। উইকেটে টার্ন পাচ্ছিলেন না স্পিনাররা।

এর মধ্যে অধিনায়ক স্মিথ তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে বেশী বিপদজনক হবার আগেই ৫৮ রান করা স্মিথকে ফেরান তাইজুল। ওয়ার্নার অপরাজিত আছেন ৪২ রানে।

এর আগে ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ অলআউট হয় ৩০৫ রানে। ৬২ রানে অপরাজিত থাকা অধিনায়ক মুশফিক বিদায় নেন ৬৮ রানে। এরপর সাথে থাকা নাসির হোসেনও থাকতে পারেননি বেশিক্ষন। অর্ধশতক থেকে ৫ রান দূরে থাকতে আউট হন তিনি। মেহেদী মিরাজ এবং তাইজুলও বিদায় নেন দ্রুতই। ফলে থেমে যায় বড় সংগ্রহের আশা। মধ্যাহ্ন বিরতির আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৫২ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। অজি স্পিনার নাথান লায়ন একাই তুলে নেন ৭ উইকেট।