স্পেনের জাতীয় দল থেকে বাদ পড়লেন ক্যাসিয়াস

স্পেনের জাতীয় দল থেকে বাদ পড়লেন ক্যাসিয়াস

শেয়ার করুন

Iker-Casillas-1স্পোর্টস ডেস্ক:

স্পেনের জাতীয় দল থেকে বাদ পড়লেন গোল রক্ষক ইকার ক্যাসিয়াস। ভিসেন্তে দেল বস্ক অবসরে চলে গেছেন আর এরই মধ্যে স্পেনের নতুন কোচের দায়িত্ব নিয়েছেন হুলেন লোপেতেগি। কিন্তু বদল হলো না ক্যাসিয়াসের ভাগ্য।

এবারের ইউরোতে দলে থেকেও ছিলেন মাঠের বাহিরে। তবে এবার বিশ্বকাপ বাছাইপর্বের দলে আর তাকে রাখাই হয়নি। অবশ্য গতবছর পর্তোর হয়ে যখন খেলেছিলেন তখন তাদের দায়িত্বে ছিলেন এই লোপেতেগি।

maxresdefault

ক্যাসিয়াসের নেতৃত্বে ২০১০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ ও ২০১২ সালের ইউরোতে। স্পেনের তো বটেই, ইউরোপেরও সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ  খেলার রেকর্ড তাঁর অধিকারে।

ক্যাসিয়াস ছাড়াও লোপেতেগির দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাস ও ফরোয়ার্ড পেদ্রো। তবে দলে ফিরেছেন স্ট্রাইকার ডিয়েগো কস্তা, মিডফিল্ডার হুয়ান মাতা ও ফরোয়ার্ড পাকো আলকাসের