সৌম্যের অর্ধশতক উদযাপিত হলনা জোড়া উইকেটের পতনে

সৌম্যের অর্ধশতক উদযাপিত হলনা জোড়া উইকেটের পতনে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

শুভ সূচনার পর জোরা উইকেটের পতন হয় বাংলাদেশের। ১৫ওভার পর্যন্ত মাঠে থেকে তামিম আউট হওয়ার পরই ব্যাটংয়ে নেমে আউট হন সাব্বির রহমান। সাব্বির আউট হওয়ার পর মাঠে নামেন মুশফিকুর রহিম। এদিকে ৫৪ বলে  অর্ধ শতক পূর্ণ করেন সৌম্য সরকার।

এর আগে বাংলাদেশকে শুভ সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার তামিম-সৌম্য। তামিমের ব্যাট কথা না বললেও সৌম্যকে সহযোগিতা করছেন এক প্রান্তে আগলে রেখে। তামিম ২৩ রানে আউট হলেও ৫৪ বলে অর্ধশতক পূর্ণ করেন সৌম্য। বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৮৩ রান।

টাইগারদের হয়ে ইনিংসে সূচনা করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুজনই সর্তকতার সঙ্গে ব্যাট চালিয়ে ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন। বাংলাদেশ এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি।

আর একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ৫১ রানে পরাজিত করে।