সৈকতে মুগ্ধ হাথুরূসিংহে

সৈকতে মুগ্ধ হাথুরূসিংহে

শেয়ার করুন

1-56-690x450এটিএন টাইমস ডেস্ক: 

বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে মোসাদ্দেক হোসেন সৈকতে মুগ্ধতার কথা জানিয়েছেন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও, প্রথমবারের মতো ওয়ানডে দলে আছেন অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত।

প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্সই চুড়ান্ত দলে জায়গা করে দিয়েছে সৈকতকে।

পেসার আল-আমিনের পরিবর্তে শফিউলকে নেওয়ায়, দল ঘোষণার দিন থেকেই সমালোচনা শুরু। ঠিক কি কারণে এমন পরিবর্তন? তার ব্যাখ্যা ঐ দিনই দিয়েছিলেন প্রধান নির্বাচক। এবার বাংলাদেশ কোচ এই ইস্যু নিয়ে কথা বলেছেন।

অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন আফগান সিরিজে মুস্তাফিজকে মিস করবে বাংলাদেশ। তবে তাসকিনের ফেরা পুরো দলের জন্য স্বস্তি।

ইনজুরি মুস্তাফিজকে থাকতে দেয়নি আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে। তানসিকের বোলিং অ্যকশন শুদ্ধিকরণের ফলাফল নিয়েও ছিলো কিছুটা শঙ্কা। আফগান সিরিজে তাসকিনের ফেরা টিম বাংলাদেশর জন্য বড় আনন্দের খবর হয়ে দাঁড়ায়।