সুযোগ সুবিধা বাড়বে নারী ফুটবলারদের

সুযোগ সুবিধা বাড়বে নারী ফুটবলারদের

শেয়ার করুন

bangladesh-u-16স্পোর্টস ডেস্ক :

নারী ফুটবলারদের জন্য ব্যায়ামাগারের ব্যবস্থা হচ্ছে। এ বছরের ডিসেম্বরের দিকেই নারীরা জিম পাচ্ছে , সঙ্গে আরও সুযোগ-সুবিধা বাড়বে বলে আশ্বাস দিলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

দেশে-বিদেশে বহু ম্যাচ জিতেছে অদম্য এই কিশোরীরা। শুধু ম্যাচই নয়,  উজ্জ্বল সাফল্যে নানা সীমাবদ্ধতা জয়ের প্রমাণ দিয়েছে।

পারিবারিক ও সামাজিক গণ্ডি তো আছেই। সঙ্গে বাফুফের সীমাবদ্ধতাও কম কিসে। দক্ষ  দল হিসেবে গড়ে তুলতে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা কি দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন?  দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্প দিয়েই কি দায় সারা যায়। তবে কেন তাদের উন্নতির সাথে সাথে বাড়ছেনা অন্যান্য সুযোগ-সুবিধা।

পাইপলাইনে বহু প্রতিভাবান খেলোয়াড় থাকলেও দীর্ঘমেয়াদি  অনুশীলন শিবিরে ঠাই হয় না সবার। কারণটাও একটাই- সীমাবদ্ধতা।

বহুদিন ধরে জিম, সুইমিং ছাড়াই নিজেদের ফিটনেস ধরে রেখেছে নারী ফুটবলাররা। এতো ঘাটতি নিয়ে , উন্নতির গ্রাফটা উর্ধ্বমুখি করা কঠিনই বৈকি। তাও তাদের একাকগ্রতা , নিষ্ঠা ও বাফুফের  চেষ্টা  সব মিলিয়ে পরিণত হচ্ছে  নারী ফুটবল দল। দেরিতে হলেও এই কিশোরীদের জন্য জিমের ব্যবস্থা করছে বাফুফে।

এদিকে, সাফে চ্যাম্পিয়ন হয়ে আসতে না পারলেও, রানার্স-আপ মারিয়াদের সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী