“সাকিব বিষয়টি জানালে বোর্ড অনেক কিছু করতে পারতো”

“সাকিব বিষয়টি জানালে বোর্ড অনেক কিছু করতে পারতো”

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শাস্তি মেনে নেয়ার আগে সাকিব বিষয়টি জানালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক কিছু করতে পারতো, বলেই মনে করছেন ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান। তবে, সাকিবের মতো ক্রিকেটার পেতে ভাগ্য লাগে, এ কথা বললেন নির্বাচকমন্ডলীর সদস্য হাবিবুল বাশার সুমন।

২০১৮ সালের জুনে বিসিবির ড্রেসিং রুমে বসেই গান গাইছিলেন সাকিব আল হাসান। তখন কেউ কি বুঝতে পেরেছিলো বছর না ঘুরতেই  আইসিসির শাস্তির খড়গে নিষিদ্ধ হতে হবে তাকে?

পরিসংখ্যানে চোখ রাখলেই দেখা যায়, সাকিবের পারফরম্যান্স কিভাবে সমৃদ্ধ করেছে বাংলাদেশকে।  টাইগাররা এখন পর্যন্ত খেলেছে ৪০৪ ম্যাচ। মিস্টার অলরাউন্ডার মাঠে নেমেছেন ৩৩৮টি ম্যাচে। সেখানে জয় ১৩১টি। হার ১৯২টিতে। সাকিব খেলেননি যে কটি ম্যাচে এর ফলাফল হতাশাজনক। ৬৬টি ম্যাচে জয় ১৯টি। হেরেছে ৪৩ ম্যাচ।

বোর্ড  পরিচালক আকরাম খান ব্যাথিত সাকিব নিষিদ্ধ হওয়ায়। তবে ক্রিকেট তো আর থেমে থাকতে পারবে না। মাঠে নামবেন না সাকিব। তবে তার পাশে থাকার প্রতিশ্রুতি সবার।

সাকিব নির্ভরতার প্রতীক। তাই তাকে ছাড়া দল গঠন কঠিন- স্বীকার করলেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।  নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিবের ফেরাটা রাজার মতোই হবে আশাবাদী হাবিবুল বাশার। একদিকে কষ্ট আরেকদিকে আশাবাদ, আগামী এক বছর নানাভাবেই ক্রিকেট অনুরাগীদের আলোচনায় থাকবেন সাকিব- এটুকু বলাই যায়।