বিপজ্জনক সিলিন্ডারে গ্যাসের ব্যবহার, নেই তদারকি

বিপজ্জনক সিলিন্ডারে গ্যাসের ব্যবহার, নেই তদারকি

শেয়ার করুন

6100
নিজস্ব প্রতিবেদক :

পথে ঘাটে বিপজ্জনক সিলিন্ডারে গ্যাসের ব্যবহার। তবে, বিষ্ফোরক অধিদপ্তরের দাবি, সেগুলো তদারকির সক্ষমতা কিংবা দায়িত্ব তাদের নয়। বরং আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের পদক্ষেপ ও জনসচেতনতার কথা বললেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক মো: শামসুল আলম।

সিলিন্ডারের গ্যাসে রঙ- বেরঙের বেলুনগুলো যখন ফুলে উঠতে থাকে, তখন দেখতে বেশ সুন্দরই লাগে। কিন্তু এই সিলিন্ডারগুলো কতটা ভয়াবহ, বিপজ্জনক হয়ে উঠতে পারে- সেটি রূপপুর বস্তির মানুষের চেয়ে আর ভালো কে জানেন?

বিভিন্ন বিনোদন কেন্দ্র কিংবা পার্কে হরহামেশাই এভাবে গ্যাস বেলুন তৈরি করে বিক্রি করা হয়। কেনো বিপজ্জনক হয়ে উঠে এই সব সিলিন্ডার?

আমাদের চারপাশে নানাভাবেই ব্যবহার হচ্ছে গ্যাস সিলিন্ডার। অনেক ক্ষেত্রেই এগুলোর মান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মেয়াদ উত্তীর্ণ  সিলিন্ডার এবং রক্ষণাবেক্ষণের অভাবে যানবাহন কিংবা বাসা বাড়িতে অহরহ দুর্ঘটনা ঘটছে।