শ্রীলঙ্কাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে আফগানরা

শ্রীলঙ্কাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে আফগানরা

শেয়ার করুন

Afghan batsman Rahmat Shah (R) plays a shot as Sri Lankan wicketkeeper Kusal Perera looks on during the one day international (ODI) Asia Cup cricket match between Sri Lanka and Afghanistan at the Sheikh Zayed Stadium in Abu Dhabi on September 17, 2018. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে ৯১ রানে হেরে এশিয়া কাপ ক্রিকেট খেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। আর এতে বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলই উঠে গেছে সুপার ফোরে। আফগানদের দেয়া ২৫০ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৫৮ রানে অল-আউট হয় লঙ্কানরা।

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে লঙ্কানদের লক্ষ্য ২৫০। প্রতিপক্ষ ক্রিকেটের নব্য শক্তি আফগানিস্তান। বোলিংয়ে যাদের মূল স্তম্ভ, রশিদ, নবী ও মুজিবের মতো তিন বিশ্বমানের স্পিনার।

আক্রনণে মুজিবুর। যার দ্বিতীয় বলেই, কেরাম ডেলিভারির শিকার শ্রীলঙ্কা ওপেনার কুশল মেন্ডিস। টিকতে পারেননি ধননজয়া ডি সিলভা। শাহজাদ-শেনওয়ারির বোঝাপড়ায় রান আইটে বিদায় ধননজয়ার। দলে খাতায় যোগ করেন ২৩ রান।

হাল ধরতে চেষ্টা করেছেন অভিজ্ঞ উপুল থারাঙ্গা। যদিও গুলবাদিন নাইবের বলে ৩৬ রানেই থেমেছে ম্যাচসেরার ইনিংস। আর স্বপ্ন দেখিয়েও একই পথে হেটেছেন কুশল পেরেরা বা অ্যাঞ্জেলা ম্যাথুসরাও।

শেষ দিকে আশা জাগিয়েছিলেন থিসারা পেরেরা। যদিও তার বিদায় হয়েছে ২৮ রানেই। তবে সবচেয়ে ব্যর্থ লঙ্কান লোয়ার অর্ডার। শেষ চারজন মিলে তুলেছেন পাঁচ রান।

এর আগে আবু ধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাতিসত্ত্বার তাগিদে আসগর স্ট্যানিকজাই থেকে নাম বদলে ফেলা আসগর আফগান।

আফগানদের ৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে মোহাম্মদ শেহজাদের বিদায়ে। আকিলা ধনঞ্জয়ার বলে তিনি লেগবিফোর হন ৩৪ রানে। সঙ্গী ইহসানুল্লাহকেও আকিলা ফিরিয়েছেন একইভাবে। আউট হয়েছেন ৪৫ রানে।

ইহসান না পারলেও অর্ধশতক তুলে নিয়েছেন রহমত শাহ। তার ৭৫ রানের ইনিংসে হাতে উঠেছে ম্যাচসেরার পুরষ্কা্র।

অধিনায়ক আসগর ফিরেছেন মাত্র ১ রানে। তার পরে এসে হাসমতুল্ল করেছেন ৩৭, নবী ১৫, নাজিবুল্লাহ ১২ ও নবী করেছেন ১৩ রান। সার্বিক প্রচেষ্টায় তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪৯। থিসারা পেরেরা নেন পাঁচ উইকেট।