চ্যাম্পিয়ন লিগে মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল-পিএসজি মহারণ

চ্যাম্পিয়ন লিগে মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল-পিএসজি মহারণ

শেয়ার করুন

images-16-1
স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন লিগে মঙ্গলবার রাতে মাঠে নামছে বার্সেলোনা, ইন্টার মিলান, লিভারপুল ও পিএসজি। গ্রুপ পর্বের প্রথম লেগে বাংলাদেশে সময় রাত ১১টায় বার্সেলোনার প্রতিপক্ষ পিএসভি। আর রাত ১টায় লিভারপুল খেলবে পিএসজির বিপক্ষে।

লা-লিগায় ৪ ম্যাচের সবকটিতে জয়ী বার্সেলোনা, ন্যু ক্যাম্পে আজ চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করবে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে। ইনজুরি না থাকায় পুরো শক্তির একাদশই পাবে স্বাগতিক দল। অন্যদিকে, পিএসভিও রয়েছে ফর্মে। লিগ টেবিলের শীর্ষে থাকা, এই দলটি ৫ ম্যাচে করেছে ২১ গোল। তাই ডাচ চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।  এখন পর্যন্ত ৬বারের লড়াইয়ে বার্সা ২টি আর পিএসভি জিতেছে ১টি ম্যাচ। বাকি ৩টি ড্র।

অন্যদিকে, অ্যানফিল্ডে লিভারপুল আতিথ্য দেবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে। নেইমার-এমবাপ্পে আর কাভানিদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ লিভারপুলের জন্য হুমকি। তবে, নিজেদের মাঠে লিভারপুলও শক্ত প্রতিপক্ষ যে কোন দলের জন্য। যদিও অলরেড কোচের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। এরআগে দুবারের দেখায় ১টি করে ম্যাচ জিতেছে লিভারপুল ও পিএসজি।