রিয়াল-সিটির বড় জয়, জুভেন্টাসকে হারালো ম্যানইউ

রিয়াল-সিটির বড় জয়, জুভেন্টাসকে হারালো ম্যানইউ

শেয়ার করুন

skysports-real-madrid-champions-league_4479609স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি এবং বায়ার্ন মিউনিখ। রিয়াল ৫-০ গোলে হারিয়েছে প্লাজেলকে। ইউনাইটেড ২-১ গোলে জুভেন্টাসকে। আর শাখতারের বিপক্ষে  ৬-০ ব্যবধানের জয় সিটির। এছাড়াও বায়ার্ন মিউনিখ ২-০তে হারিয়েছে এথেন্সকে।

চেক রিপাবলিকে আতিথ্য নেয়া রিয়ালকে শুরুর দিকে কিছুটা চাপে রাখে প্লাজেন। তবে, সেই চাপে উল্টো চাপা পড়ে স্বাগতিক দল। প্রথমার্ধেই ৪ গোল হজম করে তারা। ২১ মিনিটে করিম বেনজামার গোলে লিড পাওয়া রিয়াল, ২ মিনিট পরই ব্যবধান বাড়ায় ক্যাসিমিরোর স্কোরে। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল বেনজামার। আর প্রমার্ধের আগে স্কোরশিটে নাম লেখান গ্যারেথ বেল।

বিরতীর পর প্লাজেলকে আরো চাপে রাখলেও, আরমাত্র ১টি গোলই করেছে রিয়াল। ৬৭ মিনিটে টনি ক্রুসের স্কোরে বড় জয় আসে রিয়ালের

এদিকে, ইতালি গিয়ে জুভেন্টাস জয় করেছে সমালোচনায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে ভালো খেলেও, গোলবার আর আত্মঘাতি গোলের কারণে হেরেছে জুভরা। প্রথমার্ধ সমতায় থাকে জুভেন্টাস-ইউনাইটেড ম্যাচ। ৬৫ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৬ মিনিটে হুয়ান মাতার সৌজন্যে সমতায় ফেরা ইউনাইটেড, জয় পায় বোনুচ্চির আত্মঘাতি গোলে।