ক্যামেরুনে অপহৃত ৭৮ স্কুল শিক্ষার্থী মুক্ত

ক্যামেরুনে অপহৃত ৭৮ স্কুল শিক্ষার্থী মুক্ত

শেয়ার করুন

0aef3d07c53f44ef830c42a4110efd79_18বিশ্বসংবাদ ডেস্ক :

ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের আবাসিক স্কুল থেকে অপহৃত শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে। অপহরণের তিন দিন পর মুক্ত হয়ে আঞ্চলিক গভর্ণরের সঙ্গে এক বৈঠকে মিলিত হয় তারা।

ওই অঞ্চলের রাজধানী বামেন্দা থেকে গত রোববার ৭৮ শিক্ষার্থীসহ আরও তিনজনকে অপহরণ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে একজন গাড়ীচালককে মুক্তি পেলেও এখনও বন্দী রয়েছেন স্কুলের অধ্যক্ষ এবং একজন শিক্ষক। ওই অঞ্চলের গভর্ণরের দাবি, আপহরণের পিছনে ইংরেজিভাষী- ‘অ্যাংলোফোন’ বিচ্ছিন্নতাবাদীদের হাত রয়েছে। তবে ‘অ্যাংলোফোন’ বিচ্ছিন্নতাবাদীরা তাদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।

ক্যামেরুনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইংরেজিভাষীরা স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাদের আন্দোলন জোরদার করতে গত বছর থেকে থেকে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করেছে। উল্লেখ্য, সরকারি ভাষা হিসেবে ক্যামেরুনের বেশিরভাগ মানুষের ভাষা ফ্রেঞ্চ।