রাশিয়া বিশ্বকাপের প্রথম ফ্যান-জোনের উদ্বোধন

রাশিয়া বিশ্বকাপের প্রথম ফ্যান-জোনের উদ্বোধন

শেয়ার করুন

5b1d583ffc7e93b97f8b4636স্পোর্টস ডেস্ক :

উদ্বোধন করা হয়েছে রাশিয়া বিশ্বকাপের প্রথম ফ্যানজোন। মস্কো স্টেট ইউনিভার্সিটির পাশে জমকালো কনসার্টের মধ্যমে মাধ্যমে পর্দা ওঠে এই ফ্যান জোনের। অতিরিক্ত ঠান্ডা আর বৃষ্টি উপেক্ষা করে সমবেত হয় অসংখ্য দর্শক।

দিন নয়, এখন সময় ঘণ্টা গণনার। বিশ্বকাপ ফুটবল কড়া নাড়ছে দরজায়, বিশ্বের অন্য দেশের চেয়ে স্বাগতিক রাশানদের মাঝে হাজার গুণ বেশি উত্তেজনা বয়ে যাচ্ছে। তাই তো বৃষ্টি আর প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে তারা ছুটে আসে মস্কোর স্প্যারো হিলে।

কদিন আগে যেখানে মস্কো স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ফ্যানজোনের বিপক্ষে মিছিল করেছিল, তারাই এখন সব চেয়ে উৎফুল্ল দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে স্বাগত জানাতে।

কনসার্টের শুরুতেই সমগ্র দর্শকের দৃষ্টি কেড়ে নেয় এ আসরের মাসকট জাবিভাকা।  বয়স কিংবা শ্রেণী ভেদ ভুলে সবাই সম কাতারে। বিশ্বকাপ ফুটবল যে এখন রাশিয়াবাসীর জীবনের প্রধান অনুষঙ্গ তা তাদের উন্মাদনাই বলে দিচ্ছে।

গানের সাথে নাচের তালই যেন ঠাণ্ডা উপশমের মাধ্যম। প্রকৃতির বাধাও যেন নিতান্তই তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে।