‘মিটু’ ঝড় এবার ভারতীয় ক্রিকেট বোর্ডে

‘মিটু’ ঝড় এবার ভারতীয় ক্রিকেট বোর্ডে

শেয়ার করুন

Rahul_Johri_750_wiki
স্পোর্টস ডেস্ক :

হ্যাশট্যাগ-মি-টু ঝড় এবার আঘাত হেনেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। খোদ প্রধান নির্বাহীকেই তার বিরুদ্ধে অজ্ঞাতনামা নারীর অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সাবেক সহকর্মী দাবী করে এক নারী শুক্রবারের টুইটার হ্যান্ডেলে প্রধান নির্বাহী রাহুল জহরির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন। এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটিই রাহুলের কাছে এক সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। তবে রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, বরং গত বছর জানুয়ারিতেই বিসিসিআইকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল।

তবে তারা ব্যাখ্যা চাইল এই নারীর অভিযোগের পর। যদিও এই অভিযোগ আর আগে অভিযোগ অভিন্ন কিনা সেটা স্পষ্ট নয়। এদিকে এই পরিস্থিতির পর ১৭-১৮ অক্টোবর সিঙ্গাপুরে প্রধান নির্বাহীদের বৈঠকে জহরিকে অংশ নিতে দেয়া হবে কিনা সেটা স্পষ্ট নয়।