৮৫ রানেই কুপোকাত অস্ট্রেলিয়া

৮৫ রানেই কুপোকাত অস্ট্রেলিয়া

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

দেশের মাটিতে খারাপ সময় কাটছে না অস্ট্রেলিয়ার। প্রথম টেস্টে পরাজয়ের পর, এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউটের লজ্জা পেলো তারা। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৮৬ রানে এগিয়ে দক্ষিণ-আফ্রিকা।

হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে, ফিল্যান্ডার তোপে পড়ে অজি ব্যাটসম্যানরা। দলীয় ১৭ রানে পৌঁছাতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। যা অজিদের প্রথম ইনিংসের সবচেয়ে খারাপ শুরু। এরআগে ২০১৫-তে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২১ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ফিল্যান্ডার ৫ ও কাইল অ্যাবট ৩ উইকেট নিলে ৮৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। স্মিথ অপরাজিত থাকেন ৪৮ রানে।

জবাবে, দক্ষিণ-আফ্রিকা ৪৩ রানে প্রথম উইকেট হারায়। তবে, স্কোরবোর্ডে আরো ৩ রান তুলতে আরো ২ উইকেট হারায় সফরকারিরা।পঞ্চম উইকেটে আমলা ও বাভুমার ৫৬ রানের পার্টনারশিপ ভাঙলেও, বাভুমা-ডি ককের ৩৯ রানের অবিছিন্ন জুটিতে ৫ উইকেটে ১৭১ রানে দিন শেষ করে প্রোটিয়ারা।স্টার্ক ৩ ও হ্যাজেলউড ২টি করে উইকেট নেন।