মদ্রিচ পেলেন গোল্ডেন বল আর হ্যারি কেন গোল্ডেন বুট

মদ্রিচ পেলেন গোল্ডেন বল আর হ্যারি কেন গোল্ডেন বুট

শেয়ার করুন

d5bf64a7ed55663c8ff4c61300873221_crop_northস্পোটর্স ডেস্ক :

এবারের বিশ্বকাপে ক্রোয়শিয়া অধিনায়ক লুকা মদ্রিচ গোল্ডেন বল, ইংলিশ অধিনায়ক হ্যারি কেন গোল্ডেন ও বেলজিয়ান গোলরক্ষক থিব কর্তোয়া জিতেছেন গোল্ডেন গ্লাভস। আর সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফ্রান্সের কাইলিয়ান এমবাপ্পে।

ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ দলকে ফাইনালে তোলায় রেখেছেন বড় অবদান। তাই টুর্নামেন্ট সেরার পুরষ্কার হিসেবে জিতেছেন গোল্ডেন বল। আর দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে সিলভার বল জিতেছেন বিশ্বকাপ ফ্রান্সের তারকা স্ট্রাইকার আতোয়ান গ্রিজমান।

বিশ্বকাপের শুরু থেকেই সবার নজর কেড়েছেন ১৯ বছরের ফরাসী স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে ভেঙেছেন পেলের রেকর্ড। আসরে মোট চার গোল করে তিনি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার।

টুর্নামেন্টে ৬ গোল করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। আছে হ্যাটট্রিকও। পুরষ্কার স্বরূপ জিতেছেন গোলেন্ড বুট। আর টুনামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করায় গোল্ডেন গ্লাভস জিতেছেন বেলজিয়ামের থিব কর্তোয়া। যদিও পুরষ্কার নেয়ার সময় উপস্থিত ছিলেন না হ্যারি কেন ও কর্তোয়া।