বড় হার ম্যান সিটির, লিভারপুল-ম্যান ইউ ম্যাচ ড্র

বড় হার ম্যান সিটির, লিভারপুল-ম্যান ইউ ম্যাচ ড্র

শেয়ার করুন

LIVERPOOL, ENGLAND - JANUARY 15:  Romelu Lukaku #10 of Everton celebrates after scoring the opening goal during the Premier League match between Everton and Manchester City at Goodison Park on January 15, 2017 in Liverpool, England.  (Photo by Alex Livesey/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে, এভারটনের কাছে ৪-০ গোলে ম্যান সিটির পরাজয়ের দিন, লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

গুডিসন পার্কে এভারটনের কাছে পাত্তাই পেল না পেপ গার্দিওলার ম্যান সিটি। ম্যাচের ৩৪ মিনিটে লুকাকুর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৭ মিনিটে মিরালাসের শটে ব্যবধান দ্বিগুন করে এভারটন।

বিরতির পর যেন নিজেদের ছায়া হয়ে থাকলো ম্যান সিটি। সেই সুযোগে ডেভিসের গোলে ৭৯ মিনিটে ৩-০ তে এগিয়ে যায় এভারটন। আর অতিরিক্ত সমযে লুকম্যানের অসাধারন এক গোলে ৪-০ ব্যবধানে জয় তুলে নেয় এভারটন।

এদিকে ২৭ মিনিটে জেমস মিলনার গোলে লিড নেয় লিভারপুল। জয়ের স্বপ্নও দেখছিল তারা। কিন্তু ৮৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের নেয়া দুর্দান্ত এক শটে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট ৪২ ও ম্যান ইউর পয়েন্ট ৪০।