টানা ৪০ ম্যাচ পর পরাজয়ের মুখ দেখলো রিয়াল

টানা ৪০ ম্যাচ পর পরাজয়ের মুখ দেখলো রিয়াল

শেয়ার করুন

raphael-varane-sergio-ramos-ben-yedder-sevilla-real-madrid-la-liga-15012017_11u53z95qt9t51h2ruj61dqvg9স্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ লিগ লা লিগায় টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়ের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল।

প্রতিপক্ষের মাঠে, লিগে পয়েন্ট বাড়ানোর লক্ষ্যে শুধু জয়ের জন্য মাঠে নেমেছিল রিয়াল। কিন্তু ভাগ্যদেবী সহায হয়নি তাদের। প্রথম থেকেই আক্রমণাত্বক ছিলেন বেনজেমা-রোনালদোরা।

অন্যদিকে রোনালদোদের আটকাতে সবধরণের রণকৌশল সাজিয়ে বসেছিল সেভিয়া। তাইতো প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ভাবে। বিরতির পর নিজেদের ডি-বক্সের ভেতর ফাউল করে সেভিয়ার ডিফেন্ডার।

সেখান থেকে পেনাল্টি শটে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এগিয়ে থেকে যখন জয়ের স্বপ্ন দেখছিল রিয়াল সমর্থকরা, ঠিক তখনই ঘটে অঘটন। ৮৫ মিনিটে সার্জিও রামোসের আত্মঘাতি গোলে সমতায় ফেরে সেভিয়া। আর ইনজুরি টাইমে স্টেভান জোভেটিকের দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক সেভিয়া।