ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার সাম্পাওলি যুগ শুরু

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার সাম্পাওলি যুগ শুরু

শেয়ার করুন

4984272hp2স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচের মাধ্য দিয়েই শুভ সূচনা হলো আর্জেন্টিনার নতুন কোচ হোর্হে সাম্পাওলির।

ম্যাচটিকে ব্রাজিল অনেকটা হালকা ভাবেবেই নেয়। তাই নেইমার, মার্সেলোদের বাইরে রাখেন তিতে। অন্যদিকে আলবিসেলেস্তাদের কোচ হিসেবে অভিষেক হওয়ায় গুরুত্ব দিয়েই দল পরিচালনা করেন সাম্পাওলির। তার ফল পান  ম্যাচের ৪৪তম মিনিটে। ডি-মারিয়ার ক্রস থেকে ওটামেন্ডির পাসে জয়সূক একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল ইভান মারকাডো।

তবে আর্জেন্টিনার বড় পরিবর্তণ দেখা যায় ফরমেশনে।  মেসি-দিবালা-হিগুয়িনকে সামনে রেখে ৩-৪-৩ ফরম্যাট সাজান সামপাওলি। দ্বিতীর্য়ার্ধে দুই দলই আক্রমণ চালাতে থাকে। কিন্তু ফিনিশিং লাইনের ব্যর্থতায় কেউই আর গোলের দেখা পায় নি।

এই জয়ের মাধ্যমেই বিশ্বকাপ বাছাই ম্যাচের ৩-০ গোলের যন্ত্রণাকে একটু হলেও ভুলতে পারবে আর্জেন্টিনা সমর্থকরা।