টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ শুরু হতে এতক্ষণ দেরি হয়।

বাংলাদেশে দলে আজ দুইটি পরিবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল একাদশে প্রথম বারের মত জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। আর দলে ফিরেছে মোসাদ্দেক হোসেন।

জয় পরাজয় ছাপিয়ে এ ম্যাচে সবার আলোচনায় ছিল বৃষ্টি। সবার ভাবনা সত্যি করে ম্যাচ শুরু আগে বৃষ্টির আঘাত। তাই ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়। আর বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ।

ঐ বৃষ্টিই এখন পর্যন্ত বাংলাদেশের শেষ চারে খেলার স্বঁপ্ন বাচিয়ে রেখেছে। যদিও, সবার আগে নিউজিল্যান্ডকে হারাতে হবে মুশফিক-মাশরাফিদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরাজয়েরও। তবে, বাংলাদেশের দু:চিন্তার নাম ব্যাটিং। তামিম ইকবাল ও মুশফিক ছাড়া রানে নেই কেউই।

পাশাপাশি বাংলাদেশর বোলিংয়েও ছন্দ খুজে পাওয়া যাচ্ছে না। তারপরও বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবারের লড়াইয়ে জয় পাওয়ায। এদিকে, নিউজিল্যান্ডও চাইবে বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠতে।