বৃষ্টির প্রকোপ মেলবোর্ন টেস্টে

বৃষ্টির প্রকোপ মেলবোর্ন টেস্টে

শেয়ার করুন

Australia's Jackson Bird (3rd R) celebrates with teammates after dismissing Pakistan batsman Asad Shafiq (R) on the second day of the second cricket Test match in Melbourne on December 27, 2016. / AFP PHOTO / WILLIAM WEST / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE

এটিএন টাইমস ডেস্ক:

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দিনশেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩১০ রান।

অজিদের বিপক্ষে ৪ উইকেটে ১৪২ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় ১৯২ রানে বৃষ্টি শুরু হলে প্রথম দফায় বন্ধ হয় ম্যাচ। পরে ম্যাচ আবারো মাঠে গড়ালে আজহার আলী তার ক্যারিয়ারের ১২ তম শতক তুলে নেন।

ব্যক্তিগত ৫০ করে আউট হন আসাদ শফিক। সারফরাজ ১০ রানে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ১৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন আজহার। আবারো বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ শেষ হয়।