পার্ল হারবারে জাপানের প্রধানমন্ত্রী

পার্ল হারবারে জাপানের প্রধানমন্ত্রী

শেয়ার করুন

2016-12-05t143008z_1_lynxmpecb40yx_rtroptp_4_japan-usa-pearlharbor-940x580এটিএন টাইমস ডেস্ক:

এবার যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পার্ল হারবার সফর করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার হাওয়াই অঙ্গরাজ্যের নৌ ঘাঁটি পার্ল হারবারে ১৯৪১ সালে জাপানের বিমান হামলায় নিহতদের সমাধিতে পুষ্পস্তবকও অর্পণ করেন।

জাপানের প্রধানমন্ত্রী নিহতদের জন্য প্রার্থনা করলেও কোন প্রকার ক্ষমা চাননি। পার্ল হারবারের ৭৫ বছর পূর্তির ৩ সপ্তাহ আগে এই প্রথমবারের মতো জাপানের কোন প্রধানমন্ত্রী সেখানে সফর করলেন। চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের হিরোশিমায় প্রথমবারের মতো সফরের পর পার্ল হারবার সফর করলেন আবে।

১৯৪১ সালের ৭ ডিসেম্বর সকালে মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে ওপর জাপানি সেনাবাহিনী আচমকা হামলা চালায়। ওই যুদ্ধে দু’হাজার চারশত আমেরিকান মারা যায় এবং এক হাজার মানুষ আহত হয়। পার্লহারবার হামলায় জাপানের ৬৪ জন কর্মকর্তা নিহত হয়েছিল। এরপর ৮ ডিসেম্বর আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে।