বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছে উরুগুয়ে

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছে উরুগুয়ে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে জোরে সোরেই প্রস্তুতি চালাচ্ছে উরুগুয়ে। তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠ মন্তেভিদোয় ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে উরুগুয়ে।

গত মাসে সবশেষ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ৪-০ গোলে পরাজিত করে লুইস সুয়ারেসরা। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিকরা। লুইস সুয়ারেস, এডিনসন কাভানিরা দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু দলের অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার দিয়েগো গোডিন ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় চিন্তিত কোচ অস্কার তাবারেজ।

পরিসংখ্যানেও এগিয়ে উরুগুয়ে। মোট ২৯ ম্যাচে ১৭টিতে জিতেছে উরুগুয়ে, ৫টি ভেনেজুয়েলা এবং বাকি ৭ ম্যাচ ড্র হয়েছে। তবে ভেনেজুয়েলাও জয়ের লক্ষেই খেলবে। পরের ম্যাচে ১১ অক্টোবর কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে অন্যদিকে ভেনেজুয়েলার প্রতিপক্ষ ব্রাজিল।