আবারও পাক-ভারত সীমান্তে গোলাগুলি

আবারও পাক-ভারত সীমান্তে গোলাগুলি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কাশ্মীর সীমান্তে আবারও পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

india-pakinstanপাকিস্তান সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার ভোর চারটার দিকে বাঘসার ও সামাহনি সেক্টরে ভারতীয় সেনাদের গুলি ছোড়ার জবাব দিয়েছে তারা।

আবার ভারতীয় সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের নওসেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানী সেনারা গুলি করলে, তারা গুলি ছুড়ে জবাব দিয়েছে। তবে এই গুলি বিনিময়ের ঘটনায় কোনো হতাহতের খবর দেয়নি কোনপক্ষই।

এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ দেখানোর দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

অন্যদিকে, পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পাকিস্তান থেকে ভারতে আসা ১৯ জন তরুণী যেন নিরাপদে তাদের দেশে ফিরতে পারে সেদিকে তিনি লক্ষ্য রাখছেন।