বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন

বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন

শেয়ার করুন

960
স্পোর্টস ডেস্ক :

স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে শেষ ষোল থেকে বিদায় নিল স্পেন। ট্রাইব্রেকে কোকে ও আসপাসের গোল ঠেকিয়ে নায়ক বনে গেলেন আকিনফিভ।

বিশ্বকাপে সম্পূর্ণ বদলে যাওয়া একটি দল রাশিয়া। দ্বিতীয় রাউন্ডে যখন রাশিয়ানরা সাবেক চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখ, তখন অনেকেই ভেবেছিল ম্যাচ হবে একপেশে। তবে শুরুথেই স্পেনের সাথে সমান তালে লড়তে থাকে স্বাগতিকরা।

যদিও ১২ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। রামোসকে ট্যাকল করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন রাশান সেন্ট্রালব্যাক সার্গেই ইগনাসেভিচ। তবে ৪১ মিনিটে সমতা ফেরে ম্যাচে। ডি-বস্কের মধ্যে পিকের হ্যান্ডবল হলে, পেনাল্টি পেয়ে স্পটকিক থেকে গোল করেন জুবা।

এর পর হাফ টাইমে কোন দলই গোল করতে পারেনি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচ থাকে ‌১-১ সমতায়। অব শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ইানিয়েস্তা, পিকে এবং রামোস গোল করলেও মিস করেন কোকে ও আসপাস। রাশিয়ানদের হয়ে স্মলভ, ইগনেসেভিচ, গোলোভিন ও চেরিসেভ।