ক্যালির্ফোনিয়ায় ভয়াবহ দাবানল, লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ

ক্যালির্ফোনিয়ায় ভয়াবহ দাবানল, লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ

শেয়ার করুন

486বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ছে। জরুরি অবস্থা জারি করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দাবানলের অগ্নিশিখায় সান ফ্রান্সিসকো বে, এলাকার আকাশ কমলা রঙ ধারণ করেছে। ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল ও অগ্নিকাণ্ড সুরক্ষা বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, ইয়োলো কাউন্টির গ্রামীণ এলাকার বাসিন্দাদের দ্রুত স্থানত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, নিয়ন্ত্রণ করা না গেলে এই দাবানলটি নিকটবর্তী কিছু জনবসতিপূর্ণ এলাকার দিকে ধাবিত হবে। সেখানে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ১শ’ গাড়ি ও ১২টি হেলিকপ্টার কাজ করছে। রোববার বিকেল নাগাদ দাবানল নাপা কাউন্টি অতিক্রম করে। লেক কাউন্টিতে আরেকটি দাবানল ১৪ হাজার ১শ’ ৫০ একর জমিতে ছড়িয়ে পড়েছে। এছাড়া সান জোয়াকুইন কাউন্টিতেও ছড়িয়ে পড়েছে দাবানল।