বিদায়ী ম্যাচে মাশরাফিকে জয় উপহার দিতে চায় সতীর্থরা

বিদায়ী ম্যাচে মাশরাফিকে জয় উপহার দিতে চায় সতীর্থরা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম টি-টোয়েন্টিতে ১৫৫ রান করেও জয়ের স্বাদ পায়নি টাইগাররা। ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় শ্রীলঙ্কা। এবার সিরিজ পরাজয় এড়াতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

শক্তি ও পরিসংখ্যানের বিচারে অবশ্য কিছুটা এগিয়ে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ৬ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৫ জয়ের বিপরীতে লঙ্কানদের পরাজয় একটিতে।

এদিকে, এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই শেষ ম্যাচে অধিনায়ককে জয় উপহার দিতে চাইবেন সতীর্থরা।

অন্যদিকে, টেস্ট ও ওয়ানডে সিরিজ ড্র করলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিষয়ে আত্নবিশ্বাসী স্বাগতিক শ্রীলঙ্কা।