আগাম বন্যায় ভাসছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর

আগাম বন্যায় ভাসছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর

শেয়ার করুন

dcএটিএন টাইমস ডেস্ক :

আগাম বন্যায় ভাসছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর। কোথাও বাঁধ ভেঙে, কোথাও বাঁধ উপচে তলিয়ে গেছে কাঁচা ধান। মাঠের শেষ ফসলটুকু রক্ষায়, সর্বস্ব দিয়ে লড়ছেন বিপন্ন হাওরবাসী।

বুকভাঙা এ আর্তনাদ বলে দিচ্ছে ফসলহারা কৃষকের কষ্ট। স্বপ্নের ফসল হারিয়ে দিশেহারা কিশোরগঞ্জের হাওরের কৃষকরা। তিন দিন আগেও যেখানে বাতাসে দোল খেতো সবুজ ধানের শীষ, সেখানে আজ থই থই পানি। মাঠে পানি বাড়ছে, কৃষকের চোখেও বাড়ছে পানি।

ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও করিমগঞ্জ এক ফসলি এলাকা। এই ফসলেই কৃষকের সারা বছরের অন্ন-বস্ত্রের যোগান। অথচ এবার, পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে ২০ থেকে ২৫ হাজার হেক্টর জমির ধান। ধনু নদীর পানির চাপে, প্রয়াগবিলের ফসল রক্ষা বাঁধও চরম ঝুঁকিতে। নাওয়া-খাওয়া ভুলে, বাঁধটি টিকিয়ে রাখার দিনরাত সংগ্রাম চলছে। বাঁচতে হলে, বাঁচাতে হবে সুতারপাড়া হওরের ফসল রক্ষা বাঁধটিও।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ধান পাকার পর, বৈশাখের মাঝামাঝি কিংবা শেষে হাওর পানি ডোবে। তার আগে ফসল উঠে যায় কৃষকের গোলায়। এবার বিরূপ আবহাওয়ার কারণে এ বিপর্যয়। নেমেছে আগাম ঢল।

সুনামগঞ্জের ২৫ লাখ মানুষের ১৫ লাখই কৃষক। বছরের একমাত্র ফসল বোরো ধানই তাদের জীবিকা। এবার জেলার বড় ৪৮ হাওরসহ ছোট-বড় হাওরগুলোতে ২ লাখ ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে এরমধ্যে প্রায় দেড় লাখ হেক্টর জমির ফসল ডুবে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে পাহাড়ি ঢলে এ পর্যন্ত ৬৫ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে।