বার্সাকে ছাড়িয়ে যেতে রাতে মাঠে নামছে রিয়াল

বার্সাকে ছাড়িয়ে যেতে রাতে মাঠে নামছে রিয়াল

শেয়ার করুন

casemiro-cristiano-ronaldo-real-madrid-sevilla-laliga-14052017_q14zw5l94nw818cxphoh3ykce

স্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ লিগে বার্সেলোনাকে ছাড়িয়ে যেতে বুধবার রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো।

এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয় নিশ্চিত করলে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে জিনেদিন জিদানের দলকে। কেননা, এক ম্যাচ বেশি খেলে সমান ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

সেল্টার সঙ্গে হোচট খেলেই বার্সার সম্ভাবনা বেড়ে যাবে। তবে শক্তি আর সামথ্যের বিচারে অবশ্য সেল্টার চেয়ে অনেকটা এগিয়ে গ্যালাটিকোরা। সবশেষ চার ম্যাচ জিতে ফর্মে রয়েছে রিয়াল। আর ক্রিশ্চিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া কষ্ট হবে না রিয়াল মাদ্রিদের জন্য।