রেইন ট্রির মালিককে ২৩ মে হাজির হতে বলেছে শুল্ক গোয়েন্দা বিভাগ

রেইন ট্রির মালিককে ২৩ মে হাজির হতে বলেছে শুল্ক গোয়েন্দা বিভাগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রেইন ট্রির মালিক আদনানকে ২৩ মে হাজির হয়ে জবাব দিতে বলেছেন শুল্ক গোয়েন্দা বিভাগ।

বনানীতে হোটেল রেইন ট্রিতে  ধর্ষণের ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং অবৈধভাবে মদ রাখার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য সকালে বনানীর হোটেল দ্য রেইনট্রি কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা বিভাগ তলব করেছিল।

তবে অসুস্থতার কারণ দেখিয়ে রেইনট্রি কর্তৃপক্ষের কেউ সেখানে হাজির হননি। তবে, নোটিশ অনুযায়ী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে গেছেন আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ, আজাদ আহমেদ। রেইনট্রি কর্তৃপক্ষের আইনজীবী জানিয়েছেন, একমাস সময় আবেদন করা হলেও, সাতদিন সময় মঞ্জুর হয়েছে।