ফাহিম আশরাফের বোলিং তোপে উড়ে গেল জিম্বাবুয়ে

ফাহিম আশরাফের বোলিং তোপে উড়ে গেল জিম্বাবুয়ে

শেয়ার করুন

usman-khan-had-a-lot-to-celebrস্পোর্টস ডেস্ক :

পেসার ফাহিম আশরাফের সেরা বোলিংয়ে, ২ ম্যাচ বাকি রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। তৃতীয়  ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে তারা। ৫ ম্যাচ সিরিজে ৩-০তে এগিয়ে সফরকারিরা।

বুলাওয়েতে পাকিস্তানি বোলারদের দূর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। শুধু টপ-অর্ডার নয়, মিডল-অর্ডাররাও এদিন অসহায় ছিলো পাক বোলারদের কাছে। ফাহিম আশরাফের ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ২৫ দশমিক ১ ওভারে জিম্বাবুয়ে অলআউট হয়  ৬৭ রানে। মাত্র ৩জন ব্যাটসম্যানই পার করেছে দুই অঙ্কের কোটা। ম্যাচ সেরা ফাহিম ২২ রানে নিয়েছেন ৫ উইকেটে। যা জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় সেরা বোলিং।

জবাবে, ছোট লক্ষ্যে শুরুতেই হোটচ খায় পাকিস্তান। স্কোরবোর্ডে কোন রান না উঠতেই ওপেনার ইমামুল-হককে হারায় পাকিস্তান। জিম্বাবুয়ের সাফল্যের শেষ ওখানেই। ফকর জামানের অপরাজিত ৪৩ এবং বাবর আজমের ১৯ রানে ২৪১ বল বাকি রেখে জয় তুলে নেয় পাকিস্তান।