গুগলকে ইইউর ৫ বিলিয়ন ডলার জরিমানা

গুগলকে ইইউর ৫ বিলিয়ন ডলার জরিমানা

শেয়ার করুন

acastro_1800716_1777_android_EU_0001.0এটিএন টাইমস ডেস্ক :

এনড্রয়েড ইস্যুতে গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

প্রতিষ্ঠানটি অবৈধভাবে সাধারণ ইন্টারনেট অনুসন্ধানে নিজেদের একচ্ছত্র আধিপত্যের কথা প্রচার করতে এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করেছিল বলে অভিযোগ করে ইউরোপীয় কমিশন। ৯০ দিনের মধ্যে ব্যবসায়ের কৌশল পরিবর্তন না করলে গুগলকে তাদের প্রাত্যহিক গড় আয়ের ৫ শতাংশ করে জরিমানা গুনতে হবে বলে সতর্ক করে দিয়েছে ইইউ।

একক কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি নিয়ন্ত্রক সংস্থার ধার্য করা সবচেয়ে বড় জরিমানা। ইইউ এর এই সিদ্ধান্তের ব্যাপারে মঙ্গলবার গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাইকে জানানো হয়। তবে এই জরিমানা দেয়ার সামর্থ গুগলের আছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।  কারণ এ বছর মার্চের শেষ নাগাদ গুগলের তহবিলে সঞ্চিত অর্থের পরিমান ছিল ১০৩ বিলিয়ন মার্কিন ডলার।