পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন জিরার্ড

পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন জিরার্ড

শেয়ার করুন

gerrard-tweetস্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন স্টিভেন জেরার্ড। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক অধিনায়ক।

দুই বছর আগে ব্রাজিল বিশ্বকাপ শেষে আন্তজার্তিক ফুটবল থেকে সরে দাঁড়িয়েছিলেন জেরার্ড। গত বছরের জানুয়ারিতে তিনি লিভারপুলের ১৮ বছরের অধ্যায়কে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব এলএ গ্যালাক্সিতে পাড়ি জমান। গত মাসে নতুন প্রস্তাব পেয়েও এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তি নবায়ন করেননি ৩৬ বছর বয়সী জেরার্ড।

এবার পেশাদার ফুটবলকেই বিদায় বলে দিলেন সর্বকালের অন্যতম সেরা এ মিডফিল্ডার। অল রেডসদের হয়েই প্রিমিয়ার লিগ ক্যারিয়ার পার করেন জেরার্ড। লিভারপুলের জার্সিতে সব মিলিয়ে ৭১০টি ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিয়ারের পরবর্তী ধাপে কোচিং পেশায় নামতে পারেন জেরার্ড। তবে খানিকটা সময় নিয়েই সবকিছু বিবেচনা করবেন তিনি।