পাল্লেকেলে টেস্টে নিষিদ্ধ জাদেজা

পাল্লেকেলে টেস্টে নিষিদ্ধ জাদেজা

শেয়ার করুন

Ravindra Jadeja
স্পোর্টস ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে নিষিদ্ধ হয়েছেন রবীন্দ্র জাদেজা। আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে পাল্লেকেলে টেস্টে নিষিদ্ধ হয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার।

কলম্বো টেস্টে তৃতীয় দিন জাদেজার করা ইনিংসের ৫৮তম ওভারের একটা ঘটনার জন্য দায়ি করা হয় তাকে। নিজের বলে ফিল্ডিং করে বিপদজনক ভাবে থ্রো করেছিলেন জাদেজা। যা শ্রীলঙ্কান ব্যাটসম্যান মিলিন্ডা পুষ্পকুমারার শরীরে অল্পের জন্য লাগেনি।

অন-ফিল্ড আম্পায়ার রড টাকার ও ব্রুস অক্সেনফোর্ডের মতে, থ্রোটা ছিল ‘বিপজ্জনক ভঙ্গিমায়’। এতে আইসিসির আচরণবিধি ভেঙ্গেছেন জাদেজা।

এছাড়া ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন কলম্বো টেস্টে ম্যাচ সেরা জাদেজা। তাই এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি। ১২ আগস্ট শুরু হতে যাওয়া পাল্লেকেলে টেস্টে জাদেজার জায়গায় চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে খেলাতে পারে ভারত।