দশ হাজার রানের মাইলফলকের সামনে তামিম

দশ হাজার রানের মাইলফলকের সামনে তামিম

শেয়ার করুন

tamim-20150508204734এটিএন টাইমস ডেস্ক :

নতুন এক মাইলফলক স্পর্ষের হাতছানি রয়েছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সামনে। আর মাত্র ৪৫০ রান যোগ করতে পারলেই দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন টাইগারদের এই ওপেনার।
tamim11429506728ব্যাটিংয়ে দেশের পক্ষে সবগুলো রেকর্ড ইতিমধ্যে নিজের করে নিয়েছেন তামিম। গড়ছেন প্রথম বাংলাদেশি হিসেবে নেক  কীর্তি। বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটে তামিমের রান সংখ্যা ৯ হাজার ৫১০। এর মধ্যে টেস্টে ৩ হাজার ৩৪৯ রান,ওয়ানডেতে ৫ হাজার ৭ রান আর টি-টোয়েন্টিতে ১ হাজার ১৫৪ রান রয়েছে তার নামের পাশে। পাশাপাশি ক্রিকেটের তিন ফরম্যাটে করেছেন ১৬টি সেঞ্চুরি।  টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে তার দখলে।

সোমবার বক্সিং ডেতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দিপাক্ষিক সিরিজ।সেখানে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট।