নাপোলিকে হারিয়ে শেষ আটে রিয়াল

নাপোলিকে হারিয়ে শেষ আটে রিয়াল

শেয়ার করুন

sergio-ramos-napoli-real-madrid-07032017_1k3eko2wxhbm81gle53pke3hg4স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে তারা শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে। দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে কোয়ার্টার ফাইনালে উঠলো জিনেদিন জিদানের দল।

নিজেদের মাঠে অবশ্য খেলার শুরুতে লিড পায় নাপোলি। ২৪ মিনিটে ড্রিস মের্টেন্সের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে রিয়াল। ৫১ মিনিটে সার্জিও রামোস রিয়ালের হয়ে সমতা আনেন। এর ৬ মিনিট পর ড্রিস মের্টেন্সের আত্নঘাতি গোলের সুবাদে ম্যাচ প্রথমবারের মতো লিড পায় রিয়াল।

আর খেলার অতিরিক্ত মিনিটে আলভারো মোরাতা গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। দিনের অন্য ম্যাচে আর্সেনালকে ৫-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে জার্মান চ্যাম্পিয়নদের জয় ১০-২ ব্যবধানে।