রানের পাহাড় গড়ছে লংকানরা

রানের পাহাড় গড়ছে লংকানরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

গল টেস্টে ডাবল সেঞ্চুরি করতে ব্যর্থ হলেন কুশল মেন্ডিস। শুন্য রানে জীবন পাওয়া মেন্ডিস আউট হন ১৯৪ রানে। দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর নিজেদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেট ৪৪৩ রান।

আগের দিনের ৪ উইকেটে ৩২১ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। দুই অপরাজিত ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও ডিকওয়েলা সাচ্ছন্দে ব্যাট চালিয়ে ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন। ডিকওয়ালা তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট অর্ধশতক।

ফিফটি পূরণ করতে ৫২ বলে ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান ডিকওয়েলা। অপর ব্যাটসম্যান কুশল মেন্ডিস ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তামিম ইকবালের অসাধারণ ক্যাচের শিকার হন। মেহেদী মিরাজ বলে তিনি বিদায় নেন ১৯৬ রানে। এরপর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৭৫ রানে আউট হন ডিকওয়েলা।