দ্বিতীয় টেস্ট না খেলে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান

দ্বিতীয় টেস্ট না খেলে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান

শেয়ার করুন

Sakib al hasan

ক্রীড়া ডেস্ক।।

পরিবারের অসুস্থ সদস্যদের পাশে থাকতে ওয়ানডে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে এসেছিলেন সাকিব। দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা ছিল। তবে শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না সাকিব। পরিবারের সঙ্গে ফিরবেন যুক্তরাষ্ট্রে।

বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবে না। সে আমাদের জানিয়েছে যে, পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ফিরছে। তার পরিবারকে সেখানে সবকিছু ঠিকঠাক করে দিতে হবে।’

সাকিবের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, বড় মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে রাত ৮টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন সাকিব।

স্ত্রী উম্মে আহমেদ শিশির তার মায়ের চিকিৎসায় ব্যস্ত। তাই সাকিবকেই মেয়ে আলাইনাকে নিয়ে আমেরিকা যেতে হচ্ছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে আলাইনার স্কুল খুলে গেছে। তার স্কুলে যাওয়া বাধ্যতামূলক। তাই আলাইনার স্কুলের ক্লাস ধরতেই আসলে পিতা সাকিবকে যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে।

শিশির যুক্তরাষ্ট্র যাওয়ার আগপর্যন্ত, সাকিবকেই সেখানে আলাইনার দেখভালের দায়িত্ব পালন করতে হবে।