বিশ্বাসঘাতকতার কারণে ইউক্রেনের দুই জেনারেল বরখাস্ত

বিশ্বাসঘাতকতার কারণে ইউক্রেনের দুই জেনারেল বরখাস্ত

শেয়ার করুন

Jelenosky

আন্তর্জাতিক ডেস্ক।।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি নিজেই এ ঘোষণা দেন।

ওই দুই কর্মকর্তাকে বিশ্বাসঘাতক বলেও উল্লেখ করেন তিনি।

এরা হলেন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান নাওমভ আন্দ্রেই ওলেহোভিচ ও বাহিনীর খেরসন শাখার প্রধান ক্রিভোরুশকো সেরহেই ওলেকসান্দ্রোভিচ।

জেলেনস্কি হুঁশিয়ারি দেন— ইউক্রেনের সেনাবাহিনীর আরও কয়েকজন কর্মকর্তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। পরবর্তিতে সময়মতো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আজ আমি দেশের সেনাবাহিনী থেকে দুই খলনায়ককে বরখাস্ত করেছি। এই মুহূর্তে সব বিশ্বাসঘাতকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সময় আমার নেই; তবে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং সময়মতো তাদেরকে শাস্তি দেওয়া হবে।’

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রায়ই ভিডিও বার্তা দিয়ে আসছেন জেলেনস্কি।

জেলেনস্কি সতর্ক করে আরও বলেন, ইউক্রেনীয় জনগণের প্রতি অনুগত থাকার সামরিক শপথ যাঁরা ভঙ্গ করবেন, তাঁদের কাছ থেকে নিশ্চিতভাবেই সামরিক মর্যাদা কেড়ে নেওয়া হবে।