দেশে ফিরেছেন সাকিব

দেশে ফিরেছেন সাকিব

শেয়ার করুন

image-22257-1539498770
স্পোর্টস ডেস্ক :

হাতের চিকিৎসার পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফিরে জানিয়েছেন ডাক্তারি রিপোর্ট ভাল এসেছে। এখন হাতে তেমন ব্যাথা নেই। তাই দ্রুত মাঠে ফিরতে চান তিনি। আর অস্ট্রেলিয়া থেকেই পূর্নবাসন প্রক্রিয়া শুরু করেছেন।

দেশে ত্রিদেশীয় সিরিজ খেলার সময় বাঁ-হাতের কনিষ্ঠায় ব্যথা পান সাকিব। এরপর সেই ব্যথা কমাতে ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু এশিয়া কাপে আঙুলে দেখা দেয় ইনফেকশন। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ইনজুরিতে শঙ্কিত ছিল সবাই।

তাই দেশে প্রাথমিক চিকিৎসা নিয়ে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখান থেকে রোববার দুপুরে দেশে ফিরেন সাকিব। বাঁ-হাতের সেই ইনজুরির চিকিৎসা নিয়ে সাকিব অস্ট্রেলিয়া থেকে ফিরে অবশ্য জানিয়েছেন সুখবর। মেলাবোর্নের হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, ইনফেকশন নিয়ন্ত্রণে আছে।

সামনেই বাংলাদেশের জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। যেখানে খেলা হচ্ছে না সাকিবের। তবে ইনফেকশন নিয়ন্ত্রণে থাকলেও ঠিক কবে মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত নন তিনি।

সাকিবের কথায় আপাতত শঙ্কা কেটে গেলেও এখন তার প্রয়োজন পযাপ্ত বিশ্রাম।