তৃতীয়বারের মতো সিপিএলের শিরোপা জিতলো ত্রিনবাগো নাইট রাইডার্স

তৃতীয়বারের মতো সিপিএলের শিরোপা জিতলো ত্রিনবাগো নাইট রাইডার্স

শেয়ার করুন

TAROUBA, TRINIDAD AND TOBAGO - SEPTEMBER 16: In this handout image provided by CPL T20, Dwayne Bravo captain of Trinbago Knight Riders kisses the trophy during the Hero Caribbean Premier League Final between Trinbago Knight Riders and Guyana Amazon Warriors at Brian Lara Stadium on September 16, 2018 in Tarouba, Trinidad and Tobago. (Photo by Ashley Allen - CPL T20/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

তৃতীয়বারের মতো ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ত্রিনবাগো নাইট রাইডার্স। রোববার রাতে ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়েছে তারা। গায়ানার দেয়া ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে গায়ানা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন লুক রনকি। এছাড়া জেসন মোহাম্মদ ২৪ ও এমরিতের ব্যাট থেকে আসে ১৪ রান। ত্রিনবাগোর স্পিনার খেরি পিয়েরি ৩টি ও ব্রাভো নেন ২ উইকেট।

জবাবে, মাত্র ২ উইকেট হারিয়ে, ১৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন মুনরো। এছাড়া ৩৯ রান আসে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে। ম্যাচ সেরা হন ত্রিনবাগোর খেরি পিয়েরি। আর ৫৬৭ রান করে টুর্নামেন্টের সেরা হন মুনরো।