ফিলিপাইনের পর দক্ষিণ চীন ও হংকংয়ে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন ম্যাংখুত

ফিলিপাইনের পর দক্ষিণ চীন ও হংকংয়ে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন ম্যাংখুত

শেয়ার করুন

_103457139_049320263-1বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিপাইন লন্ডভন্ড করে এবার দক্ষিণ চীন ও হংকংয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছে সুপার টাইফুন ম্যাংখুত।

রোববার সবচেয়ে শক্তিশালী ঝড়টি আঘাত হানে দুই দেশে। চীনের উপকূলীয় প্রদেশ গুয়াংডং-এ আঘাতে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অনেক জায়গায় ভূমিধস হয়েছে। গুয়াংডং ও হাইনান দ্বীপ থেকে অন্তত ২৫ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আগে থেকেই সতর্ক থাকায় প্রাণহানির সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, হংকংয়ে প্রচণ্ড বাতাস ও বৃষ্টিসহ উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন ম্যাংখুত। অনেক ভবন গুড়িয়ে গেছে। তবে হংকং-এ এখনো প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। প্রচণ্ড বৃষ্টিতে জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে মেট্রোরেল। বাতিল করা হয়েছে দেড়শ ফ্লাইট।  আবহাওয়াবিদরা বলছেন, বুধবার নাগাদ সুপার টাইফুন ম্যাংখুত দুর্বল হয়ে চীনের গুইঝু, চংকিঙ এবং ইউনান প্রদেশের দিকে ধাবিত হবে।

এর আগে, ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে ঝড়টি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশপাশি ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোজ রয়েছেন ২৯ জন।