ঢাকায় আইসিসি বিশ্বকাপ ট্রফি

ঢাকায় আইসিসি বিশ্বকাপ ট্রফি

শেয়ার করুন

image-83506-1535210727
স্পোর্টস ডেস্ক :

ঢাকায় এসেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। থাকবে ৪ দিন। বুধবার সকালে প্রথম নেয়া হয় মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু মে মাসে। ইংল্যান্ডে বসছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। ট্রফির জন্য লড়বে সেরা ১০টি দল। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের মানুষ ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন। আজ ঢাকায় পৌঁছার পর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুরে বিসিবি একাডেমির সামনে রাখা হয়েছে ট্রফিটি।

ঢাকা, সিলেট আর চট্টগ্রাম-এই তিন শহরেই যাবে বিশ্বকাপ ট্রফিটি। ১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে। ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।