সৌদিকে ‘বেনিফিট অব ডাউট’ দিলেন ট্রাম্প

সৌদিকে ‘বেনিফিট অব ডাউট’ দিলেন ট্রাম্প

শেয়ার করুন

_103890907_mediaitem103890906বিশ্বসংবাদ ডেস্ক :

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধাচারণকারীদের সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটিকে বেনিফিট অব ডাউট দিয়ে বলেছেন, রিয়াদকে প্রমাণিত না হওয়া পর্যন্ত আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনকে ইঙ্গিত করে ট্রাম্প তাদেরকে সতর্ক করে দেন।

খাসোগি হত্যা ইস্যুতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কিছুই জানেন না বলেও টুইট বার্তায় জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, সৌদি যুবরাজ এ ঘটনার তদন্ত শুরু করেছেন। দ্রুতই এর গ্রহণযোগ্য প্রতিবেদন পাওয়া যাবে। মঙ্গলবার সালমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সৌদি কনস্যুলেটে ৯ ঘন্টা তল্লাশির পর এক তুর্কি কর্মকর্তা দাবি করেছেন, জামাল খাসোগিকে হত্যার পর টুকরো টুকরো করা হয়েছে বলে আলামাত মিলেছে।
এর আগে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই ১৫ সদস্যের কিলিং স্কোয়াড সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর টুকরো টুকরো করে দুই ঘন্টার মধ্যে তুরস্ক থেকে পালিয়ে যায়।