টেস্টে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড

টেস্টে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড

শেয়ার করুন

India's Ravindra Jadeja (R) plays a shot during the fourth day of the fifth and final Test cricket match between India and England at the M.A. Chidambaram Stadium in Chennai on December 19, 2016. / AFP PHOTO / ARUN SANKAR / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

স্পোর্টস ডেস্ক :

চেন্নাই টেস্টে করুণ নায়ারের ত্রিপল সেঞ্চুরিতে ২৭০ রানে এগিয়ে ভারত। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান।

আগের দিনের ৪ উইকেটে ৩৯১ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান করুণ নায়ার ও মুরালি বিজয়। কিন্তু আর মাত্র ১২ রান যোগ করে ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন মুরালি বিজয়। এরপর পঞ্চম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ১৮১ রান যোগ করেন করুণ নায়ার। ৬৭ রানে অশ্বিন আউট হলেও করুণ নায়ার তুলে নেন ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরি।England's captain Alastair Cook (R) greets India's Karun Nair (L) after scoring triple-century (300 runs) during the fourth day of the fifth and final Test cricket match between India and England at the M.A. Chidambaram Stadium in Chennai on December 19, 2016. / AFP PHOTO / ARUN SANKAR / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে এমন কীতি গড়লেন তিনি। বীরেন্দ্র শেবাগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ত্রিপল সেঞ্চুরি করলেন নায়ার। ভারত ৭ উইকেটে ৭৫৯ রানে ইনিংস ঘোষণা করে। দলীয় হিসেবে যা ভারতের সর্বোচ্চ স্কোর। নায়ার অপরাজিত থাকেন ৩০৩ রানে। খেলেন ৩৮১ বল। যেখানে চার ছিল ৩২টি। আর ওভার বাউন্ডারি ৪টি। এর আগে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করে ৪৭৭ রান।