ছয় মাসের জন্য মাঠের বাইরে স্টেইন

ছয় মাসের জন্য মাঠের বাইরে স্টেইন

শেয়ার করুন

%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf

স্পোর্টস ডেস্ক :

ইনজুরিতে পড়ে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৭৭ রানে জয় পাওয়ার দিনেই এই দুঃসংবাদ দিয়েছেন দলটির ম্যানেজার মোহাম্মদ মোসাজি।

অজিদের বিপক্ষে জয় পাওয়া ওই টেস্টের প্রথম ইনিংসে ১২ দশমিক ৪ ওভার বল করার পর ডান হাতের উপরে কাঁধের ইনজুরিতে পড়েন ৩৩ বছর বয়সী স্টেইন। এরপর পরীক্ষা করে অস্ত্রোপচার করার কথা জানায় চিকিৎসকরা।

এরপরই মূলত অস্ত্রোপচার করা হয় তার ইনজুরিতে। আর সফল অস্ত্রোপচারের পর জানা যায়, মাঠে ফিরতে অন্তত ছয় মাস সময় লেগে যাবে এই প্রোটিয়া পেসারের। অজিদের বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে ঐ টেস্টে ৩টি মেডেনসহ ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নিয়েছিলেন স্টেইন।