সোমবার ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদ

সোমবার ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

৬৮ বছর পর সোমবার সন্ধ্যা থেকে, মহাজাগতিক বিরল ঘটনা ‘সুপার মুন’ দেখার সুযোগ পাবে পৃথিবীবাসী।

সাধারণ দূরত্বের তুলনায় এবার পৃথিবীর আরও প্রায় ৮৫ মাইল কাছে চলে আসবে চাঁদ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারির পর চাঁদ কখনো পৃথিবীর এত কাছে আসেনি। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব হবে ২ লাখ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লাখ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। একেই ‘সুপার মুন’ বলছেন বিজ্ঞানীরা।

সোমবার রাতের আকাশে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখাবে। সোমবার বেলা দেড়টা নাগাদ পৃথিবী ও চাঁদ একই সমান্তরালে অবস্থান করেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্রিটেন থেকে এই ‘বিশেষ চাঁদ’ সূর্যাস্তের সময় সবচেয়ে ভালোভাবে চোখে পড়বে।

দীর্ঘ ৬৮ বছর পর যেহেতু চাঁদ পৃথিবীর এত কাছে আসছে, তাই এই সুপার মুনকে ঘিরে সাধারণ মানুষের রয়েছে তুমুল কৌতূহল। এর পরের সুপার মুনের দেখা পেতে অপেক্ষায় থাকতে হবে আরও ১৮ বছর। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০৩৪-এর নভেম্বর মাসে আবারো পৃথিবীর এত কাছে আসবে চাঁদ।