চাহালের ৬ উইকেটে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

চাহালের ৬ উইকেটে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

শেয়ার করুন

Indian team celebrates their victory against England during the third T20 cricket match between India and England at the Chinnaswamy Cricket Stadium in Bangalore on February 1, 2017. England is chasing a target of 203 runs scored by India. / AFP PHOTO / Manjunath KIRAN / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। ভারতের দেয়া ২০৩ রানের টার্গেটে খেলতে নেমে ১২৭ রানে থামে ইংলিশদের ইনিংস।

ব্যাঙ্গালোরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। কোহলি ২ রানে আউট হন। এরপর দলীয় ৬৫ রানে আর ব্যক্তিগত ২২ রানে লোকেশ রাহুল আউট হন। তবে সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির ঝড়ো ব্যাটিং ভারতকে বড় রানের ভিত গড়ে দেয়। রায়না ৬৩ ও ধোনি ৫৬ রান করেন।

শেষ দিকে, যুবরাজে ১০ বলে ২৭ রানে করলে ইংলিশদের ২০৩ রানের বড় টার্গেট দেয় স্বাগতিকরা।

জবাবে, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ১৬ দশমিক ৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে তারা। সর্বোচ্চ ৪২ রান করেন জো রুট। এছাড়া ইয়ন মরগান ৪০ ও জেসন রয়ের ব্যাট থেকে আসে ৩২ রান। বল হাতে ভারতের যযুবেন্দ্র চাহাল একাই নিয়েছেন ৬ উইকেট।