শিশুদের দিয়ে মানবসেতু বানিয়ে হাটার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

শিশুদের দিয়ে মানবসেতু বানিয়ে হাটার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

16473865_1556665147694918_6738348939610621274_nচাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে শিশুদের মানবসেতু বানিয়ে তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার রাতে এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল  ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশারকে আসামি করে শিশু নির্যাতন আইনে মামলা করেন। হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গত ৩০ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনকালে শিক্ষার্থীদের দিয়ে মানব সেতু তৈরি করা হয়। সেটি জুতা পায়ে পাড় হন উপজেলা চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।