চলতি বছরের জন্য মাঠের বাইরে চলে গেলেন জকোভিচ

চলতি বছরের জন্য মাঠের বাইরে চলে গেলেন জকোভিচ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

শুধু ইউএস ওপেনে নয়, চলতি বছর প্রতিযোগিতামুলক কোন টুর্নামেন্টে আর দেখা যাবে না নোভাক জকোভিচকে। হাতের ইনজুরি এখনো ঠিকভাবেক সেরে না ওঠায় কোর্টের বাইরে থাকতে হবে সাবেক এই নাম্বার ওয়ানকে।

জকোভিচের হাতের এই ইনজুরির সূত্রপাত হয়েছিলো সদ্যই শেষ হওয়া উইম্বলডনে খেলার সময়। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিসের বিপক্ষে খেলা চলাকালিন কনুইতে চোট পান জকোভিচ। ঐ ইনজুরিতে সে সময় দ্বিতীয় সেটেই নাম প্রত্যাহার করে নেন তিনি। জকোভিচের সেই চোট বর্তমানে বড় আকারে দেখা দিয়েছে। চোট থেকে পুরো সেরে উঠেতে জকোভিচের লম্বা সময় লাগবে। এই তথ্য জানিয়েছেন তার চিকিৎসক।

এদিকে, চলতি বছর আর কোন টুর্নামেন্টে খেলতে না পারায় বিয়টি জকোভিচ ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন।