দাওরা হাদিসে সারা বাংলাদেশে ৬ষ্ঠ শাইখ যাকারিয়ার আরাফাত

দাওরা হাদিসে সারা বাংলাদেশে ৬ষ্ঠ শাইখ যাকারিয়ার আরাফাত

শেয়ার করুন
daora
ফল প্রকাশিত হওয়ার পর উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত।

এটিএন টাইমস ডেস্ক:

কওমি মাদরাসার মাস্টার্স সমমানের ক্লাস দাওরায়ে হাদিস পরীক্ষায় সারা বাংলাদেশে ৬ষ্ঠ স্থান অধিকার রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিচার্স সেন্টারের মো. আমিনুল ইসলাম আরাফাত। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।

arafatএর আগে ২৫ জুলাই মঙ্গলবার দাওরায়ে হাদিসের ফল প্রকাশ হয়। এবারের দাওরা পরীক্ষায় পাশের হার ৮২ দশমিক ৮৫ শতাংশ। আর ৬ বোর্ডের সম্মিলিত এ পরীক্ষার ফলাফলে দেখা গেছে,  ছেলেদের পাশের হার ৮৩.৯২ এবং মেয়েদের পাশের হার ৭৮.৯৩। সরকারি স্বীকৃতি পাওয়ার পর এটাই প্রথম ফল।

গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান প্রদানের পর এটাই প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৫ মে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ এ্প্রিল তা শেষ হয় কওমি শিক্ষা ধারার সর্ববৃহৎ এ পাবলিক পরীক্ষা।